সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের বার্তা

আমি দীর্ঘ ৪৩ বৎসর যাবৎ সততার সহিত জনতা ব্যাংক লিমিটেড এর ৮ বারের নির্বাচিত সিবিএ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসতেছি, আমি চাইনা আমার মৃত্যুর সময় আমার ব্যাংক একাউন্টে ১হাজার টাকা জমা থাকুক, তাই আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাষ্টে দান করে দিয়েছি, আমি দৃঢ় ভাবে বিশ্বাস মসজিদ আল্লাহ্‌র ঘর মহান আল্লাহ্‌তায়ালা ইহার নির্মাণ কাজ শেষ করাবে। সবাইকে একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমিও একদিন পৃথিবী থেকে বিদায় নিবো শেষ সম্বল হিসেবে শুধু আল্লাহ্‌র পবিত্র ঘর ঐতিহাসিক ২০১ গম্বুজ মসজিদের পাশেই আমার কবর নির্মাণ করে রেখেছি, এখানেই আমি চির নিদ্রায় শায়িত হবো । 

 

 

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের ব্যাংক একাউন্ট নাম্বারঃ 

একাউন্টের নামঃ Bir Mukti Joddah Md. Rafiqul Islam Kallayan Trust

একাউন্ট নাম্বারঃ 0100024858302

ব্রাঞ্চের নামঃ     Janata Bhaban Corporate Branch

সুইফট কোডঃ  JANBBDDHJBC

ব্যাংকের নামঃ    Janata Bank Limited ,Motijheel, Dhaka Bangladesh

  

 

 



        

বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের কবরের জন্য নির্ধারিত স্থান